কোথায় আমার অধিকার?

কলমে ✍️:কল্যাণ কুমার সাউ

গ্রাম+পোস্ট:ধলভূমগড়, জেলা:পূর্ব সিংহভূম, ঝাড়খন্ড,পিন:৮৩২৩০২

……………………..

কেনো করেছো অবহেলা, যুগে যুগে তুমি করেছো প্রতারণা,

আজ দিতে চেয়েছো সম্মান, নারীর আজও সমাজে রয়েছে অনেক অবহেলনা।

বলতে পারো সমাজের বিজ্ঞ মানব, আমি নারী হয়ে জন্মেছি, করেছি কোন অপরাধ?

সবাই পেয়েছে অধিকার বাঁচার, আমাদের কেনো নেই সমাজে কোন স্থান,

আমাদের নেই কি কোন সাধ?

কাগজে কলমে দিয়েছো শত অধিকার,

বাস্তবে কি আদৌ তোমরা চেয়েছো অধিকার প্রাপ্তি হোক নারীর!

আদৌ কি নারী পেয়েছে অধিকার?

কাগজের বুনোজালে শুধুই চলছে নোংরা এক খেলার অভিনয়, কাঁধে চাপছে ভার।

নারী পায়না সম্মান, বিয়ের পরেও, আইনের চোখে  নেই সম্পত্তির অধিকার,

জন্মস্থানে পায়না আর সম্মান, যদি ফিরে আসে আবার বিয়ের পর বাসস্থান তার।

কোথায় যাবে বলতে পারো? কেনো এই নির্মম অমানবিক ব্যবহার,

আমার কোথায় বাসস্থান? কোথায় আমার নিজের ঘর??

Loading