ক্ষুধার্ত পাখি

কলমে – শ্রী স্বপন কুমার দাস

 [গোপীবল্লভপুর/ঝাড়গ্রাম]

কখন যে কি খায়…!

জানে না কেউ কিছু,

খোঁজ খবর কজনা বা রাখে।

ছিন্ন বস্ত্র পরিধানে

ঘুরে পথে পথে,

পাগলা পাগলি নামে থাকে।

ঘর ছাড়া পাখি

অম্বর মাথার ছাদ,

ধরণীর শীতল স্নেহ বিছানা।

ঝড় জল খরা

সব ঋতুতেই তারা,

গছের তলা তাদের ঠিকানা।

অতি সাধারণ

ঠিক যেন শিশুমন,

নেই তাদের কভু রাগ গোঁসা।

যখন যা পায়

চেটেপুটে সব খায়,

পাতে যদি বসেও মাছি মশা।

ক্ষুধার্ত পাখির মতো

এদিক ওদিক উড়ে,

নেই তাদের স্থায়ী বাসস্থান।

দেহ রাখার পর

থাকে না স্বজন কেউ,

নিয়ে যাবার মতো শ্মশান।

Loading