কবিতা – “কান্তকবি রজনীকান্ত সেন স্মরণে”
শ্রী সুবোধ চন্দ্র সরকার
এম,কম ,এলএল,বি (আইনজীবী) মোবাইল- 9477443110
“মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেরে ভাই,
দীন দুঃখিনী মা যে তোদের তাই বেশী আর সাধ নাই৷”
কালজয়ী এ হেন সঙ্গীত রচনায় যিনি গন জাগরণ সৃষ্টি করেন,
তিনি আর কেহ নন তিনিই মোদের চিরস্মরণীয় কবি রজনীকান্ত সেন৷
১৮৬৫ খ্রীষ্টাব্দে ২৬শে জুলাই হয়েছিল তব আবির্ভাব,
ছিলে তুমি একাধারে গীতিকার সুরকার শিক্ষা সংস্কৃতিতে হেরি সদা তার প্রভাব।
পিতা তব গুরুপ্রসাদ সেন, মাতা মনোমোহিনী দেবী,
তব সঙ্গিত কবিতা জাগাই ভক্তি করি সবার উপজীবি৷
তব রচনা টপ্পা, বাউল কীর্ত্তণ সর্বেক্ষেত্রে ভরিয়েছে ভূবন,
গভীর মমত্ব বোধ স্বদেশ প্রেম হৃদয়ে জাগিয়ে তোলে শিহরণ৷
“তুমি নির্মলকর মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে,”
শুনি তোমার এই বিখ্যাত গান জীবনের সবগ্লানি দেয় ঘুচায়ে৷
তোমার লেখা গানে নমস্য খ্যাতিনামা শিল্পি গন সাদরে কষ্ঠ দেন,
হেমন্ত শ্রীকান্ত সন্ধ্যা মান্না আরতি ও অর্ঘ্য সেন৷
প্রায় তিনশত গান সদা মোদের হৃদয়ে দেয় কাঁপিয়ে,
কান্ত কবি তুমি গিয়েছো চলে ১৩ সেপ্টেম্বর ১৯১০ সবারে কাঁদিয়ে৷