কবিতা – কলম সাথী
কলমে – পিয়ালী রায় কুণ্ডু
……………………..
উদভ্রান্তের মতো ছুটে চলেছি ক্রমাগত ……….
কয়েক দিন, কয়েক শো ঘন্টা ও হাজারো মুহূর্তগুলিকে সাথী করে।
বিরামহীন চিন্তায় অশান্ত মন ডানা মেলতে চায় খুশির সন্ধানে মুক্ত আকাশে।
কিছু সময় অপেক্ষার ……কিছু মূল্যবোধের।
সেই সকল সংযম ,একাগ্রতা, মনোবলের সাক্ষী আমি….
রাজি সেইসকল অঙ্গীকারের।
অভ্যস্ত নই নত স্বীকারে।
সময়ের তালে নিজেকে মিলিয়েছি শুধুই আপেক্ষিকভাবে।
পারস্পরিক সমস্যাগুলিতে আবদ্ধ হয়েছি ক্রমাগত,
আষ্টেপৃষ্ঠে ভালোবেসে জড়িয়ে রেখেছে আমায়।
নিজস্বতা ফিরে পাওয়া…..?
এ হেন দুরূহ কাজ।
সমস্যায় সম্মুখীন হতেই মনে পরে, সেই ব্যক্তিটি, যার অধীনে ছিল আমার সমস্ত চিন্তার ভার।
কেবল স্বস্তির নিশ্বাস এর অনুমতির অপেক্ষায় থাকতাম।
আজ ভীষণ কঠিন সময়ের সামনে আমি।
মন যে বড় অবুঝ,
বুঝেও সে বোঝেনা।
তার মাঝেই অস্থিরতার বীজ জন্ম নেয়।
সৃষ্টির তাগিদে ক্রমশ লালসা হয়ে ওঠে।
ভাবনাগুলি উঁকিঝুঁকি দেয় অন্তরেই।
শত চেষ্টাতেও প্রকাশ্যে আসে না।
সৃষ্টির পথ অসহায়তায় অবরুদ্ধ ।
ধারাবাহিকভাবে তারা এখন আমার সঙ্গি।
অবচেতন মনে নিজের ভাবনা গুলো ঠুকরে কাঁদে আপন মনে।
সৃষ্টির মধ্যেই চরম আনন্দ
বাঁচতে চাই তাকে ধরে
কলম চলুক চির সাথী হয়ে।