কাব্য হীনা
কলমে : আনন্দময়ী চট্টোপাধ্যায়
গ্রাম + পোঃ বন রাধানগর, থানা- বিষ্ণুপুর, জেলা – বাঁকুড়া
তুমি যেথায় দিনের মাথায়-
প্রতি কথায় কাব্য খোঁজো,
আমি অত বুঝি না ছাই-
তাই তোমার কাছে বোকারহদ্য।
সকালবেলায় ঘুম থেকে তাই-
উঠেই তোমার মনটা যে চায়,
এক কাপ চা একটি গোলাপ-
সুসজ্জিত কাপে ডিসে।
আমি সেথা ভাবি মনে-
বেশি দিলেই খুশির টানে,
এক গ্লাস চা একগুচ্ছ গোলাপ-
এগিয়ে দিলেম তোমার পানে।
আবার তুমি মনে মনে-
বিরক্ত তো হয়েই গেলে,
কথায়, কথায় আমার কাছে-
কাব্য খানা না তো পেলে।
বুঝি আমি কথায় কথায়-
হতে যে চাও অভিমানী,
আমি উল্টো ভাবি যাতে-
হাসিখুশি থাকো তুমি।
তাইতো একটা চাইলে হাজার-
জিনিস তোমায় দিই উপহার,
তুমি আবার মনে মনে বল-
বোকার হদ্য কোথাকার।
তোমার মনের কুল আমি তাই-
খুঁজে না পাই কাব্যহীনা,
তবু তোমার মনের তারে ই-
বান্ধা আমার মনো বীণা।।