কবিতা – জ্যোৎস্নার প্লাবন
কলমে – বন্দনা ঘোষ
2/1 Shivnath Mukherjee Lane, Gangotri Apartment
Flat number -3, Post-Bhadrakali, P.S–Uttarpara
Dist-Hooghly, Pin-712232
নদীর বুকে রুপোর চাদর
বিছিয়ে দিলো কে?
পূর্ণিমাতে চাঁদের আলোৱ
বাঁধ ভেঙেছে……
তরঙ্গেরই মাথায় মাথায়
হীরে মানিক ঠিকরে ওঠে
ঢেউ গুলি তীরে এসে
আছড়ে পরে নদীর তটে
স্নিগ্ধ সমীরে গাছের পাতায়
জ্যোৎস্নার আলোর ঝিকিমিকি
জোনাকিরা করে খেলা
চাঁদের হাট বসেছে নাকি?
ওপার হতে খেয়ার মাঝি
গাইছে আজ ভাটিয়ালি গান
জ্যোৎস্না রাতের এমন
শোভায়
জুড়িয়ে যায় মন ও প্রাণ
সুন্দরী জ্যোৎস্না নৃত্যে মাতে
সুমিষ্ট তাল তার নিক্কণে
সর্ব অঙ্গে জোছনার প্লাবন
হীরক খচিত শুভ্র বসনে
চিত্রশিল্পী তুলিতে আঁকে
জোছনা রাতের বিরল দৃশ্য
রং তুলিতে ক্যানভাসে
তার রচিত অপরূপ শিল্প
বিশ্বজুড়ে প্রকৃতি মায়ের
অপরূপ শোভা আছে ছড়িয়ে
অন্তর দিয়ে অনুভবে
প্রতিক্ষনে নাও কুড়িয়ে