যাদুর কাঠি
কলমে- অর্পিতা ঘোষ মিত্র
৩১/১ আন্দুল ফার্স্ট বাই লেন, শিবপুর, হাওড়া ৭১১১০৯
ছোটবেলা হারিয়ে যায়
বড় হওয়ার ফাঁকে
আজও কি কেউ বিকেল হলে
খেলবি বলে ডাকে।
স্মৃতির ফুল গুলো উঁকি মারে মনের
জানালায়,
বিষন্ন ছুঁয়ে যায় দুচোখের আয়নায়
ইচ্ছে করে জাদুর কাঠি ঘুরিয়ে
ফিরে যাই সেই কৈশোরের সুদুরে।
প্রজাপতির ডানায় আঁকা ছিল শৈশবের দিনগুলো
অশ্রু জলে ভেজা সেই হারানো দৃশ্যগুলো
বেলাশেষে আনমনে বসে ভাবি একা একা শৈশবকে যদি খিল দিয়ে যেত রাখা।