ইচ্ছে ঝুলি
কলমে : নীলিমা চ্যাটার্জী
আমোদপুর, বীরভূম
ফুচকা খাবে দাদুর সাথে
দাদু থাকে সাথে,
হঠাৎ দেখি ইচ্ছেরা সব
জোট বেঁধেছে তাতে।
তাথৈ নাচে মনটা মাতে
ছোটে খুকুর মন,
দাদুর মনে ফুচকা নয়
ভালোবাসার ধন।
ভাবছে খুকু মনের ভাবে
টক ঝালেতে তুই,
দাদুর মুখে ফুচকা দেব
আমি প্রেমিকা জুঁই।
তেঁতুল জলে ঝালের চোখ
মুখ হয়েছে লাল,
নরম হাত খুকুর চুমো
নয়তো এটা ঝাল।
এমনি করে ইচ্ছে গুলো
ছোটো বড়োর মনে,
আনবে ভোর নতুন যুগ
ছোট্ট মনের কোণে।
ফুচকা মেশে তেঁতুল ঝোলে
দাদু -খুকুর মন,
আজ পৃথিবী বক্রাকারে
কাঁদছে সারাক্ষণ ।।