গরমের_পেটপুজো

✍️ – কলমে: মধুমিতা দেব

Deb Villa, 148/6 Mali Bagan, Lane no. 7, Kaikhali, Kolkata- 700052

 

হাঁসফাঁস এই গরমেতে, অশান্ত যে মন,

ফাটছে ছাতি, পুড়ছে যে গা, জ্বলছে গৃহকোন।

ভাললাগেনা আর তো খেতে চিতল মাছের ঝাল,

ইচ্ছে করে খেতে শুধু পাতলা টকের ডাল।

চাই না খেতে বিরিয়ানি কিংবা ভাত ভাজা,

মুসুর ডালের বড়ার সাথে পান্তা ভাতই রাজা।

একটু লেবু চিপে, সাথে একটা কাঁচালঙ্কা,

পেট ঠান্ডা হবেই এতে,নেই তো কোনও শঙ্কা।

ছুটির দিনে ভাতের সাথে, থাকলে দুধ সুক্তো,

আলুপোস্ত, বিউলির ডাল হতেই পারে যুক্ত।

এর সাথে ফের উঠবে জমে, থাকলে দই কাতলা,

কিংবা কালো জিরে দিয়ে, মাছের ঝোল পাতলা।

শেষের পাতের আমের টক, যেন হয়না গন্ডগোল,

খেতেই পার আমপান্না, কিংবা দইয়ের ঘোল।

আম, তরমুজ, লিচু, কাঁঠাল হরেক রকম ফল,

সারাদিনে খেতে থাক, শরীর পাবে জল।

মেনু থেকে বাদ পড়েছে, মটন, হাঁসের ডিম,

বিকেল বেলায় খেতেই হবে, একটা আইসক্রীম।।

 

 

Loading