কবিতা- গুগল

কলমে : সুশান্ত সাহা

 

গুগল সবই বলতে পারে

পাঠশালাতে কেউ নেই

ঘরে বসে পাচ্ছ তুমি

সবকিছু তো ফোনেতেই।

মাস্টার মশাই আর হবে না

ধরবেনা কান কেউ আর

পড়ার ফাঁকে স্বপ্ন দিত

বিশ্ব টাকে ধরবার….,

 

সবকিছু তো সত্যি নয়,করছেনা

গুগল শিকার আর

ওই এখন সব জান্তা

বুদ্ধিতে সবার  মাস্টার

বলছে বাবা ,বলছে সবাই

গুগলই এখন জ্ঞানের ভাড়

পাঠশালা তাই চোখ বুজেছে

বলছে দেখো  সরকার ,

 

বাবা-মাও ভুলেছে কেমন

ছেলেবেলার সেই দৌড়ঝাঁপ

পড়ার শেষে ছুটতে গিয়ে

ধরতো কেমন দমে হাফ।

খেলতে খেলতে বিকেল হতো

দিতো আবার বাড়ির ছুট

এভাবেতেই  পড়ার ফাঁকে

মজাগুলো করতো লুট…..

 

বলছে কেমন হবু রাজা

শিক্ষা এখন তোলাই থাক-

মাতৃভাষার নেই দাম আর

তাই ফেলেছি স্কুলের ঝাপ।

খুব খুশি তো সবাই এখন

নেই অভিযোগ ,নেই অনুতাপ

ইংরেজিতেই গুগল পড়ায়

বাংলা পড়ে আর কি লাভ…?

 

চাকরি-বাকরি সবই হতো

পাঠশালাতেই পড়ে সব

সে মায়েরাই চোখ বুজে আজ

কথায় কথায় গিলছে ঢপ….

সবাই এখন লড়ছে কেমন

একশোতে একশোই চাই

এ পড়াটাই পাড়ে দিতে

পাঠশালা নয়,গুগল ভাই।

 

দেখছি এখন সবখানেতেই

পড়ায় যত গন্ডগোল

পাঠশালাতেই বিক্রি আবার

ইংরেজিতেই শোরগোল

পড়ব না আর এমন পড়া

সবাই মিলে আওয়াজ তোল

এই চালাকি রাজা -গজার

নেই ভবিষ্যতের  বাঁধায় গোল.।

Loading