কবিতা-গোধূলির হলুদাভ আলো
কলমে – নীলিমা বিশ্বাস পাল
শেষ বিকেলের হলুদাভ আলো মেখে পৃথিবী যেন ক্লান্ত অবসন্ন,
দ্বিপ্রহরের ঝাঁঝালো তেজ মিশে গেল গোধূলির শ্রান্ত প্রশান্তিতে।
পৃথিবী এবার কোথাও একটু খানি বিশ্রাম নিতে চাইছে,
বলাকার সারি পাখায় ভর করে নীড়ে ফিরছে।
সারাদিনের দীপ্তি ঝড়ানো সূর্য যেন বিদায় বেলায় লজ্জাবনত কোমল।
গোধূলির শেষ আলোটুকুও ধীরে ধীরে স্তিমিত প্রায়।
পৃথিবী এখন সম্পূর্ণ ধূসর, চেনা পৃথিবী অনেক বেশি অচেনা।
নীলাম্বরী যেন অন্ধকারের আঁচল বিছিয়ে রেখেছে।
নীলাকাশে এক ফোঁটা মেঘ নেই,
সারা আকাশ জুড়ে চাঁদের সাথী তারাদের সলমাজরী।
চাঁদের আলোর বন্যায় রাত যেন এক মায়াবী উষ্ণতা মাখা দিন।
দিন ও রাত্রি সুখ দুঃখের মতো পালাবদল করে পৃথিবীর বুকে নামে।
দিনের আকাশ দিনের মাধুর্য থাকে এক ই রকম,
দিনের সৌন্দর্যের অলঙ্কারে অলঙ্কৃত হয়ে রাত্রি তার মোহময়ী সৌন্দর্য ছড়িয়ে দেয় ।
রাতের আকাশ দিনের আকাশের মাধূর্য কে হরন করে না।
শেষ বিকেলের হলুদাভ, সন্ধ্যার নিস্তব্ধতা,কালো গালিচায় মোড়া রাতের অন্ধকার এক অনন্য সৌন্দর্যের লীলাভূমি।