কবিতা :- ফিরল উমা

কলমে –শ্রী স্বপন কুমার দাস

 গোপীবল্লভপুর/ ঝাড়গ্রাম

 

পুজো এল পুজো গেল

দুঃখ কষ্ট জেগে রইল।

যেমন ছিলাম তেমন আছি

দোকানে বসে মারছি মাছি

কেমন করে ভাবছি বাঁচি।

খরচা পাতির নেই শেষ

সাজ পোশাকে রাজার বেশ,

কলপ করা মাথার কেশ

লাগছে ঠিক যেন অখিলেশ।

কাটাই সুখে দিনে রাতে

চারটে দিন মায়ের সাথে

অভাব মোছে খিচুড়ি পাতে।

সিঁদুর খেলে ফিরল উমা

স্বামী সংসারে সর্বজয়া ভীমা।

Loading