ফেসবুক প্রেম
কলমে- পিয়ালী রায় কুন্ডু
যেদিন প্রথম এসেছিলে ফেসবুক ফ্রেন্ড হয়ে ,
স্বাভাবিকভাবে একসেপ্ট করেছিলাম অন্যান্যদের মত।
যদিও কারোর মিউচুয়ালে ছিলেনা ।
একটু অবাক হয়েছিলাম নিজের প্রতি । অপরিচিত কাউকে একসেপ্ট করায় ।
এদিকে লকডাউন এর ঘোষণা ,
আর অন্যদিকে তোমার ভোটের ডিউটি ,
এই ব্যাস্ততা উপেক্ষা করেই
মেসেঞ্জারে স্বাভাবিক কথাবার্তা চলত।
প্রথমদিন নিজেদের পরিচয় কথাবার্তা শেষ করেই
আবদার করলে পরের দিনের ও ,রাজি হয়েছিলাম।
বিকেল পাঁচটায় অফিস ছুটির পর চলত গল্প
ঘন্টার পর ঘন্টা ।
সময় বয়ে যেত কোথা থেকে।
এইভাবে নিজেদেরকে নিয়মের টানাপোড়েনে বেঁধে ফেলে ছিলাম খুব তাড়াতাড়ি,
অভ্যাসের বশে না, মনের টানে ।
দুজনেই অপেক্ষায় থাকতাম সেই সময়ের।
কালের গতিতে নিজেরাই বাঁধা পড়লাম নিজেদের কাছে
স্বাভাবিক কথাবার্তার মধ্যে দিয়ে কখন ভালোবেসে ফেললাম দুজন দুজনকেই।
এখন প্রতিটি প্রহর কাটে তোমার অপেক্ষায়।
মুহূর্তে গুলি কে আগমন জানাই ।
বলতে বাধ্য আমি, ভালোবাসি তোমায়।।