একটা ছোট্ট মেঘ

কবি –রঞ্জন সরকার

শান্তিনিকেতন, বীরভূম

একদিন একটা মেঘ হবো,

                        ছোট্ট পাহাড়ি মেঘ,

এ পাহাড় থেকে ও পাহাড় ভেসে বেড়াবো

পাহাড়ি নদী ছুয়ে পাইনের জঙ্গলে ঢুকবো,

তারপর কোনো বরফ চূড়া থেকে

       জল চুরি করবো এক বুক…..

 ক্লান্ত তৃষ্ণার্থ কোনো পথিকের জন্য।

একটা পাহাড় কেনার ক্ষমতা আমার নেই

নিদেন পক্ষে একটা নদীও আমার ছিল না।

কোটি কোটি মেঘেদের মাঝে আমিও

      একটা মেঘ হতে চাই

যদি একটা বৃষ্টিহীন গ্রামের বুকে

   ঝরে পড়তে পারি

         কোনো রুক্ষ জমির বুকে

যদি একটা ধানের গাছ জন্মাতো

   আমার ক্লান্ত শরীরের রক্তে…

একটা অনাহার শিশুর থালায়

  একটা দানা হতে পারতাম এক দিনের জন্য

তাই আমি….

 একটা ছোট্ট মেঘ হতে চাই..

একটা ছোট্ট পাহাড়ি মেঘ llll 🙏

Loading