কবিতা – দুখু মিঞা
কবি মাধব ব্যানার্জী
……………………..
বাংলা সাহিত্যের ফুলের কাননে তুমি,
প্রস্ফুটিত সুগন্ধি একটি ফুল।
যার সৌরভে সারা বিশ্ব সুবাসিত,
নামটি কাজী নজরুল।।
পিতা ছিলেন কাজী ফকির আহমেদ,
জাহিদা বেগম রত্নগর্ভা মা।
তোমার আর্বিভাবে ধন্য ভারতভূমি,
বর্ধমান জেলার চারুলিয়া গাঁ ।।
কত দুঃখ, লাঞ্ছনা সহেছো তুমি,
বাল্য, কিশোর, যৌবন কালে।
তাই তো আদর করে ডাকতো দাদি,
তোমায় দুখু মিয়া বলে।।
নার্গিস আলম, আর প্রমিলা দেবী,
তোমার দাম্পত্য জীবন সঙ্গী দ্বয়।
এরা যে একই বৃন্তে দুটি কুসুম,
হিন্দু মুসলিম ভিন্ন কেহ নয়।।
ধর্মান্ধতা ও পরাধীনতার মুক্তির তরে,
তুমি বন্দী ছিলে ব্রিটিশের জেলে ।
স্বাধীন ভারতের তরে বিদ্রোহী গান লিখে,
তুমি “বিদ্রোহী কবি” আখ্যা পেলে।।
তোমার জন্মভুমি পবিত্র ভারত মাটি,
বাংলাদেশ পবিত্র কবরস্থান।
দুই স্বাধীন দেশের শ্রেষ্ঠ মহামানব তুমি,
প্রভু জাগ্রত ভগবান।।
তোমার আদেশ ছিল মসজিদেই পাশে,
আমাকে কবর দিও তোমরা ভাই।
যেন গোরে থেকেও আজানের পবিত্র ধ্বনি,
আমি প্রত্যহ শুনিতে পাই।।
বাংলা সাহিত্যের নীল আকাশে আজও,
তুমি যে উজ্জ্বল এক ধ্রবতারা।
তোমার শুভ জন্ম জয়ন্তী পালনে মোরা,
আজও হই আনন্দে আত্মহারা।।
তাই পরিশেষে তোমায় জানাই প্রণতি,
মোর ভক্তি শ্রদ্ধা ডোরে।
আজও চির অমর হয়ে আছো প্রভু,
তুমি সকল ভক্তের অন্তরে।।