কবিতা – দুই প্রিয়  ফুল

কলমে – সোমা রায়

দুই বাংলার দুই ফুল,

রবীন্দ্র আর নজরুল l

দুই বাংলার দুই কবি ,

মানস পটে শুধু ওনাদেরই ছবি l

দুই বাংলার দুই সাহিত্যিক ,

প্রকৃত দুই পুরুষ প্রেমিক l

দুই বাংলার দুই  গীতিকার ,

এ,ও  বলে – ‘তুমি শুধুই  আ..মা..র’ ,

দুই বাংলার দুই সুরকার,

কণ্ঠে জাদু  উভয়কার l

দুই বাংলার দুই লেখক ,

করতে দিলো না হিন্দু মুসলিম কে পৃথক l

দুই বাংলার দুইজন  লেখনীতে এতো দক্ষ,

আজ ও জন্মালো না কেউ ওদের সমকক্ষ l

Loading