দক্ষিণের বারান্দা
✍️ – কলমে: অর্পিতা ঘোষ মিত্র
৩১/১ আন্দুল ফার্স্ট বাই লেন, শিবপুর, হাওড়া ৭১১১০৯
দক্ষিণের বারান্দায় দাবার ছকে
মেঝেতে গ্রিলের ফাঁকে লুকোচুরি খেলা রোদ্দুরের আলপনা ও যেন
নির্মল খুশির নিঃশব্দ হাসিতে
আলোময় করে তোলে এই বারান্দাটাকে।
বারান্দায় আমার দরজা দুটোয়
কাঁচ কাঠির ঝালর দুলছে
জল তরঙ্গ বাজিয়ে ভেসে আসা পাগলাটে হাওয়াতে
বড় শখের রকিং চেয়ারে বসেছিলেন
আমার বাবা,
আরামকেদারায় নিজস্ব ভঙ্গিতে
আর বানভাসি জ্যোৎস্না লুটিয়ে আছে
মুগ্ধবিষ্ট হয়ে…….মায়ের গানে…….
“চোখের জলের লাগল জোয়ার. … ও চাঁদ…. “
মায়ের সেই গাওয়া সুর ও কথারা
দক্ষিণের এই বিশাল বারান্দার
আনাচে- কানাচে আজও জড়িয়ে আছে,
মা-বাবার স্মৃতি বয়ে চলেছে।