কবিতা – বৃষ্টিস্নাত স্মৃতি

কলমে – পিয়ালী রায় কুন্ডু

বাগুইআটি, স্বাগতম ভিলা, কলকাতা – ৫৯

শহর জুড়ে বৃষ্টি নামুক অঝোরে,

প্রতিটি ফোটায় মিশে থাকুক তোমার ঘ্রাণ।

নেশায় আমি বিভোর হব শীতল জলে স্পর্শে,

বন্ধ চোখের অনুভবে আসক্তি মেটাতে।

সেদিনও ছিল সমান বৃষ্টি ভেজা রাত,

পরনের শাড়ি সহ মন ভিজেছিল অবান্তর।

আপন খেয়ালে ছিলাম না তখন,

 মন ছিল শুধুই অপর প্রান্তর।

তুমি ছিলে নিছকই জেদের বশে,

ছোটো ছোটো ছোঁয়ায় মিষ্টি অনুরাগে,

আপন আবেশের আপ্যায়নে।

বৃষ্টি পড়ে তন্বি দেহের ভেজা ঠোঁটে,

বৃষ্টি পড়ে দেহের ভাঁজে,

শিহরণে কাঁপছে হৃদয়,

ঢেউ ওঠে উত্তাল অঙ্গে।

তোমাতে নেই তুমি, আমাতে আমি।

খোলা হাওয়ায় মাতাল আদর………

কিছু কথা থাক চুপিসারে অন্তরময়,

বৃষ্টিস্নাত স্মৃতি বড্ড মায়াময়।

হৃদয় আজ পুড়ছে স্মৃতির অনলে……

শহর জুড়ে বৃষ্টি নামুক অঝোরে।।

Loading