কবিতা – বিদ্রোহী বীর

কলমে:– মহামায়া রুদ্র

……………………..

আজিও এই বিশ্ব মাঝে,

তোমার কত স্মৃতি জড়িয়ে আছে।

তোমার ওই মর্মভেদী বাণী, ঘুচিয়ে দিক যত মনের গ্লানি।

জাতিভেদ, হিংসা, রেষারেষি, সব মুছে যাক তোমার উদাত্ত আহ্বানে। হে আলোর দিশারী,তুমি আবার ফিরে এসো, আলোর পথ দেখাও বিকৃত মানবিকতার ।এসো আমাদের মাঝে,বেঁধে নাও সম্প্রীতি ও ভালবাসার বন্ধনে।  তোমার সঙ্গে সকলে মিলে আবার সাম্যের গাই।

তোমার মহামন্ত্রে দীক্ষিত হয়ে জাতি, ধর্ম নির্বিশেষে আবার আমরা মিলিত হই একই সাথে।

 তুমি ফিরে এসো,

আমাদের মাঝে, তোমার অগ্নিবীণার ঝংকারে কেঁপে উঠুক আকাশ বাতাস ।

বিদ্রোহী ভৃগুর পদপিষ্টে আঁকা হোক রক্ত পিপাসু দের মৃত্যুর ছবি।

তোমার জন্ম দিনে গেয়ে যাব তোমারি গান ,বাজবে বুকে কবিতার কলতানে। হৃদয়ের মাঝে তোমাকে ছাড়া এক বুক ব্যথা নিয়ে এগিয়ে চলেছি তোমার দেখানো পথে।

তুমি ফিরে এসো হে বিদ্রোহী বীর আবার এযুগের মুক্তির ঠিকানা নিয়ে।

 

Loading