ভালোবাসা আর সমঝোতা
✍️ – কলমে: ডঃ শ্যামল বেরা
৮৩৪ উত্তর-পূর্ব ফরতাবাদ, সাহা পাড়া, কলকাতা -৭০০০৮৪. থানা -নরেন্দ্রপুর
সমঝোতা একটা আর্ট
একটা জীবনের বৈশিষ্ট,
আপনি কেমন থাকবেন সেটা নির্ভর করে নিজস্বতার ওপর
যেমন ধরুন, কোভিড সময়ে আমাদের জীবন ছিল সমঝোতায় পরিপূর্ণ,
জীবন চলে নদীর মতো,
নদী যে সাগরের সাথে করেছে সমঝোতা,
জোয়ার – ভাটার খেলার ছলে দেখি যে নদীর এক নিঃস্বার্থ সমঝোতা,
তাই জীবন যুদ্ধে ও বোধহয় কখনো কখনো সমঝোতার প্রয়োজন আছে,
ভালোবাসা আর সমঝোতা এযে এক অতীব কঠিন বিষয়,
ভালোবাসা যে মনের গহীনে থেকে যায়, সমস্ত সত্ত্বার বিনিময়ে ও ভালোবাসা হয়না সমঝোতা,
কিন্তু ভালোবাসা যে চিরন্তন সত্য,
যার গভীরতা মাপা যায় না,
যায়না বোঝানো,
এযে শুধুই অনুভবে আর অনুভূতিতে,
ভালোবাসায় জন্ম দেয় দায়িত্ব, আর কর্তব্য, আর আনে
এক নির্মল আকর্ষণ , যেটাকে কেহ হেলায় উড়িয়ে দিতে পারেনা,
নিঃসঙ্গতা বুঝিয়ে দেয়, যে ভালোবাসার গভীরতা,
তাই সমঝোতা আসুক জীবনের নানান তরঙ্গে, যেখানে সুখ বা শান্তি বা বেঁচে থাকার রসদে, কিন্তু ভালোবাসায় নয়,
ভালোবাসা হোক অমর,
কোনো কিছু অর্থের বিনিময়ে হয়না যে,
শুধু যে মনের শান্তির খোঁজে ভালোবাসার দরজায় টোকা মারে…
ভালোবাসা আনে যে শান্তি
আর শান্তি আনে জীবনের নমনীয়তা, জীবনের বৈচিত্র , জীবনের মাধুর্য
আজ আমরা যে জীবনের বৈশিষ্ট গুলো হারিয়ে ফেলতে বসেছি,
কারণ কি জানেন, ভালোবাসায় যে সমঝোতা ঢুকে গেছে,
মানে বেনোজল যখন ভালোবাসায়,
তাই বলি সমাজ সংসারে শান্তির প্রয়োজনে সমঝোতায় আসুন কিন্তু ভালোবাসায় নয়,
ভালোবাসা অক্ষুন্ন থাকুক…