ভাবতে হবে গভীরে
কলমে – স্বপ্না মজুমদার
এখনো যতোই রোদের তীব্রতা বৃদ্ধি হোক
ছায়া আছে সাথী হয়ে,
উষ্ণতা শীতলতার অনুভূতি নিয়েই বেঁচে আছি
আমরা এই পৃথিবীতে।
ধ্বংসের খেলায় মেতেছে মানুষ,পৃথিবীটা যেন ধ্বংসের লীলা ক্ষেত্র, প্রতিবাদী শব্দরা ঘুরপাক খাচ্ছে
সবুজের সমারোহ প্রকৃতিকে বাঁচাতে সাহায্য করবে।
দোষ খুঁজে লাভ নেই,
পৃথিবীটা বাঁচাতে এগিয়ে সকলকেই আসতে হবে
বৃক্ষ রোপন, ভীষণ জরুরী,জরুরী জলের অপচয়
বন্ধ করা! নদী, জলাশয়ের সংস্কার দরকার
ভাবতে হবে গভীরে এবার।
সজাগ হওয়া ভীষণ জরুরী, সময় বড় কঠিন হয়ে
চলেছে, মাটির নীচে জলস্তর শুধুই হারিয়ে যাচ্ছে
শিক্ষিত তোমরা পুঁথি কলমে,
হিসেব করছো কেবল বানিজ্যিক বিষয়ে।
ভালোবাসা ,মানবিক দৃষ্টিকোণ থেকে ভাবতে শেখো
নইলে ভয়ঙ্কর দিনের মুখোমুখি হতে হবে,
বিজ্ঞান প্রযুক্তি আধুনিকিকরণ, উন্নয়নের লক্ষ্যে
এগিয়ে চলে, তবুও আজ পৃথিবীতে ধ্বংসের
ঈঙ্গিত দেখি।।