কবিতা – আজিকার বৃদ্ধ পিতা মাতার পরিণতি
শ্রী সুবোধ চন্দ্র সরকার
এম,কম ,এলএল,বি (আইনজীবী) মোবাইল- 9477443110
ভাল ছিল এতদিন সুখে স্বচ্ছন্দে এক দম্পতি,
মিলে মিশে সংসারে কাটাইল বৎসর পঞ্চত্রিংশতি৷
উভের ভালবাসার কর্তব্যের নেই কোন তুলনা,
সংসারে একে অপরেরে ছাড়ি কোথা ও রহে না৷
দুইটি পুত্র সন্তান তাদের যেন চাঁদের কণা,
উভয়েই লভিয়াছে সরকারী চাকুরী সবার জানা৷
বিবাহের পর উভয়ে কিনেছে দুটি নতুন ফ্ল্যাট,
বৃদ্ধ পিতা মাতারে ছাড়ি গিয়াছে সপাট৷
আজি দুটি পরিবার সুখে পুত্র কন্যার সাথে করিছে সংসার,
পিতা মাতার আর তোয়াক্কা রাখার নেই কোন দরকার৷
কিন্তু হায় অচিরে একদিন পিতা মাতা উভে জ্বরে পড়িল,
ডেঙ্গুজ্বরে হয়েছে আক্রান্ত তারা ডাক্তারবাবু কহিল৷
পাড়া প্রতিবেশী তাদের অসুস্থতার কথা পুত্রদের জানালো,
জ্বর হয়েছে, যাবে অচিরে সেরে বলে কেহনা উপনীত হল৷
ক্লাবের ছেলে সকলে মিলে তাদের হাসপাতালে পাঠালো,
উভয়ে তারা নিরুপায় হয়ে হাসপাতালে ভর্তি হতে বাধ্য হল৷
বড় আক্ষেপ করি কহিলা পিতারে অভাগা তাদের মাতা,
নিজেরা না খেয়ে সন্তানদের মানুষ করা কী হল বৃথা৷
বলতে সদা তুমি, “কভূ পিতা পু্ত্র হয় পুত্র হয় পিতা”,
এ যুগে হয়না কদাপি দর্শালেন মোদের স্বয়ং বিধাতা৷
সুস্থ হয়ে যবে তারা ঘরে ফিরি এলো,
দুটি সন্তান একত্রে পিতামাতার সম্মুখে উপনীত হলো৷
জ্যেষ্ঠ চাহি পিতার কনিষ্ঠ চাহি নিতে মাতার দায়িত্ব,
কহিল পিতা মাতা মোদের কে বিভাজন করি নাই বা দেখাইলে মহত্ব।