নিজস্ব প্রতিনিধি – ভারতের রাজধানী দিল্লির এক সেলুনে চুল কাটতে গিয়েছিলেন এক উঠতি মডেল। কিভাবে চুল কাটতে হবে নরসুন্দরকে তা বুঝিয়েও দিয়েছিলেন। কিন্তু নরসুন্দর সেই নির্দেশ না মেনে নিজের মতো করে চুলগুলো ছোট ছোট করে ছেটে ফেলেন।

শুক্রবার সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ২০১৮ সালে চুল কাটার সেই ঘটনায় নাখোশ ওই মডেল শেষ পর্যন্ত সেলুনটির বিরুদ্ধে মামলা করেন। এবার মামলাটির রায় দিয়েছে ভারতের জাতীয় ভোক্তা-বিরোধ নিষ্পত্তি কমিশন। রায়ে সেলুনের বিরুদ্ধে ভোক্তভোগী মডেলকে ২ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছে।

রায়ের কপিতে বলা হয়েছে, দীর্ঘ চুলের কারণেই ভোক্তভোগী সেই নারী চুলের পণ্য উৎপাদক প্রতিষ্ঠানগুলোতে চুক্তিভিত্তিক কাজ পেতেন। কিন্তু সেলুনটি নির্দেশ না মেনে তার চুলগুলো যাচ্ছেতাইভাবে ছোট করে দিয়েছে। এতে ওই নারীর বিপুল ক্ষতি হয়েছে। অভিযুক্ত সেলুনটি ভারতের একটি প্রখ্যাত চেইন হোটেলের। অভিজাত শ্রেণীর মানুষ সাধারণত এই সেলুনে চুল কাটতে যান। রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকলেও এখনও গণমাধ্যমের কাছে সেলুন কর্তৃপক্ষ কোনো প্রতিক্রিয়া জানায়নি।

 

 

Loading