পাঠ্য শূল
কলমে: কল্যাণ কুমার সাউ
গ্রাম+পোস্ট:ধলভূমগড়., জেলা:পূর্ব সিংহভূম, ঝাড়খন্ড,পিন:৮৩২৩০২
আমার বয়স ষোলো,
করবো কি বলো ,
দিবো মাধ্যমিক আবারো,
বাবা বলেন শুধুই পড়ো ।
পাঠে নেই গো মন,
শুধুই জোর করেন,
বই পড়লে আসে ঘুম,
বাবা দেন পিঠে দুম দুম।
কি করবো আমি,
কথা সবাই বলে দামি,
জ্ঞানের দীপক জ্বালিয়ে,
জীবনের আশা নিভিয়ে।
সুদূর ভবিষ্যত পড়াশোনাতে,
উজ্জ্বল হবে নাম গ্রামেতে।
গাড়ি,বাড়ি সকল পাবো,
সবার নাকি মান বাড়াবো।
বাবার ছেলে করবে নাম,
উঁচু হবে গ্রামের মান।
মাস্টার আর স্কুলের সবাই,
লিখবে আমার নাম কানাই।
পাঠ্য বোধে আমার জ্বালা,
কাওকে কিছু বৃথা বলা।
পাঠ্য হলো আমার শূল
রেজাল্ট নিয়ে মারবো গুল।
পাঠে যে কত পরিশ্রম,
বোঝেনা কেউ আমার মন।
পাঠের মতো বিরক্তি কাজ,
জীবনে যেন আসে না আজ।
মাথার মধ্যে আগুন জ্বলে,
যখন পড়ার কথা বলে।
বাবা কিছু বললে রাগে,
মনের মধ্যে ক্রোধ যে জাগে।
শখের আমার পড়া নয়,
মোবাইল টা প্রিয় বিষয়।
ইউ টিউব, ফেসবুক আর
মেসেঞ্জারে কত নজর।
সারাদিন যে কত মজা,
জীবনটা তো নেইকো সোজা।
মোবাইল টা থাকনা হাতে,
পড়ার বইয়ের পাতা নড়ে।
…………………………………………………………………………………………………..