পারলে তুই ফিরে আয় ভাই

কলম – প্রসূন বিশ্বাস।

৪সি কাশী নাথ দত্ত রোড, কলিকাতা ৭০০০৩৬

********

মৃত্যু এই নাম টার কাছে আমরা বড় অসহায়।

ভাই পারলে তুই ফিরে আয়।

কাঁদা এখন মন ভরে  এটা ও এখন বড় দায়।

 ভাই পারলে তুই ফিরে আয়।

পুরোনো ঐ স্মৃতি গাঁথা নীলিমায়।

ভাই পারলে তুই ফিরে আয়।

পুরোনো কথা আবার মন শুনতে চায়।

ভাই পারলে তুই ফিরে আয়।

নেক্সট রি ইউনিয়ন এ আবার তোকে দেখতে চাই।

ভাই পারলে তুই ফিরে আয়।

চল আবার স্কুল জীবন এ ফিরে যাই।

 পারলে আবার তুই ফিরে আয় ভাই।

চল মাঠে ফুটবল নিয়ে আবার খেলতে যাই।

পারলে আবার তুই ফিরে আয় ভাই।

যদি  শূন্য হৃদয় আবার তোর ছোঁয়ায় ভরে যায়।

ভাই পারলে তুই আবার ফিরে আয়।

থাকলাম তোর অব্যক্ত কথার অপেক্ষায়।

ভাই পারলে তুই আবার ফিরে আয়।

তোর মিষ্টি মধুর হাসি আবার আমি ফিরে পাই।

পারলে তুই আবার ফিরে আয় ভাই।

সবার মধ্যমণি তুই আবার আমি দেখতে চাই।

পারলে তুই আবার ফিরে আয় ভাই।

ঘুমের দেশে সুস্থ থাকিস এটা কামনা তাই।

পারলে তুই আবার ফিরে আয় ভাই।

এই কামনা ৯৮ ব্যাচের স্বপ্ন ছবির দগ্ধ ছাই।

Loading