অপূর্ণ সাধ

কলমে – নবলতা শীল

……………………..

আঁখি দুটি জলে ভাসে

সখা নেই আমার পাশে,

অনেক কথা মনে পড়ে

বেঁচে আছি মরমে মরে।

হেথা বড় দুঃখী আমি

অন্তর জ্ব’লে জানে অন্তর্য্যামী,

চেয়ে থাকি নীল আকাশে

চাঁদ আছে তারার পাশে।

মিটিলো না কোন সাধ

বিধাতা বুঝি সেধেছিল বাধ ,

আসেনি আমার কখনো ফাল্গুন

তাই বুকে জলে আগুন।

মেঘ ভাসে আকাশ নদীতে

ইচ্ছা হয় বড়, কাঁদিতে,

পুরনো দিন পড়ে মনে

ভাবি শুধু বসে অকারণে।

ভেবেছি থাকবে জীবনে মরনে

কত কথা বলেছি দুজনে,

সবই ছিল শুধু মায়া

আঁকরে আছি তারই ছায়া।

Loading