অন্য বসন্ত

কলমে – অনিন্দিতা সেনগুপ্ত ভট্টাচার্য

বসন্তের দখিন হাওয়া রাঙিয়ে গেল মন,

রামধনুর সাতরঙা রঙিন আবিরে।

উচ্ছ্বাসে নেচে উঠল সকল তনু মনপ্রান!

দে দোল দোল , দে দোল দোল!

দোদুল দোলায় সাথী আমার কৃষ্ণ!

অদেখা অজানা অগণিত গোপিদের মাঝে ,

অজান্তেই হয়ে উঠলাম ওর রাধারানী!

এক ছুটে গেলাম বেডরুমে!

সাদা ফেনিল বিছানায় এলিয়ে দিলাম নিজেকে ,

হৃদয়ের তানপুরায় লাগলো দোলা ,

দ্রিমদ্রিম লয়ে বুকে বাজছে দামামা,

ওর উত্তপ্ত বলিষ্ঠ স্পর্শের ছোঁয়ায় !

সবল বাহু বন্ধনে তুলে নিল অবলীলায়!

বাড়ির ঝর্না শাওয়ারের তলে ,

বসনহীন দুই শরীরের পবিত্র জলকেলি!

এ এক অন্য বসন্ত!

সাথীহারা প্রেমিকা একাকী বসন্তে ;

নিদ্রা ভাঙি সিক্ত শরীর মনে – একরাশ রিক্ততা!

রামধনু রঙা স্মৃতির আবির মেখে রাধারানী বলে ,

“বসন্তের আঙিনায় আমিও হোরি খেলব

তবে পরের জনমে। “

দে দোল দোল , দে দোল দোল!

Loading