গীতি কবিতা- ও বন্ধু রে……
✍ স্বপ্না মজুমদার
মনের কথা বুঝলো না সে
বন্ধু ক্যামনে তারে কই
তবুও তারে বন্ধু ভাবি, আমিও
মনের বন্ধু হইতে চাই।
ও বন্ধু রে—-
ও বন্ধু।
নদীর পথে চলি আমি
দাঁড় বাওইয়া বাওইয়া
ছলাৎ ছলাৎ জলের ধ্বনী
দ্যায় যে সুর শুনাইয়া।
বন্ধু ,তোরে কইয়াছিলাম
প্রানের যতো দুঃখ কথা
তুই বন্ধু দ্যাস না পাত্তা
বাড়ে মনে ব্যাথা।
ও বন্ধু রে—-
ও বন্ধু।
আপন ভাইব্যা তোরে আমি
কইছি মনের গোপন কথা
আজ তোরে অচেনা লাগে
ঝরে চৈত্রে অঝোর পাতা।
অশ্রু ঝরে দুই নেত্রে
মনে পড়ে ছোটোবেলা
সেদিন মোরা ছেলাম ক্যামন
ধরতাম জড়াইয়া গলা।
ও বন্ধু রে—-
ও বন্ধু।
……………………………………………………………………………………………………