তবুও বসন্ত

কলমে- কৃষ্ণকলি বেরা

ইডেন এস্টর পার্ক, ব্লক-এ/২এ, ৮৩৪ উত্তর-পূর্ব ফরতাবাদ, সাহা পাড়া

কলকাতা -৭০০০৮৪, থানা -নরেন্দ্রপুর

 

বাঁকুড়ার গভীর জঙ্গলের আদিবাসী শিশুদের শহুরে বাবুরা আজ কিছু চাল,আলু দিয়ে গেছে,প্রায় এক মাস বুনো শাকপাতা খেয়ে থাকার পর ভাতের গন্ধে ম ম জঙ্গল,

বসন্ত এলো খিদের  আগুনে ভাত অগ্নিনির্বাপক হয়ে,

রেল ইষ্টশনের প্ল‍্যাটফর্মে শীতের রাতে কুঁকড়ে শুয়ে থাকা অশীতিপর বৃদ্ধার শরীরে দয়াপরবশ কোনো মানুষের কম্বলের স্পর্শ—বসন্ত এলো ঘুমের গভীরে একটুকরো উষ্ণতার আলিঙ্গনে,

বেরঙিন কতকিছু রঙিন হয়

টুকরো টুকরো ভালোবাসার আবেশে,নাই বা ফুটলো ফুল,

নাইবা ডাকলো কোকিল,

তবু আসে ঋতুরাজ প্রেমাঙ্গনে

স্বপ্নিল।

Loading