Admission Going on                             Limited Seat

বর্তমান স্বাস্থ্য পরিষেবায় NursingParamedical কোর্স করা ছাত্রছাত্রীদের চাকরির পাওয়ার সুযোগ বৃদ্ধি পাচ্ছে। সরকারি ও প্রাইভেট হসপিটালগুলিতে পর্যাপ্ত পরিমাণ নার্স ও প্যারামেডিক্যাল কোর্স করা ছেলেমেয়ের অভাব। এই কোর্স করে সহজেই নিশ্চিত ভবিষ্যত গড়ে তোলা যায়। জরুরী ভিত্তিতে সরকারি ও প্রাইভেট হসপিটাল, স্বাস্থ্যকেন্দ্র বা নাির্সংহোমগুলি নার্স ও প্যারামেডিক্যাল পাশ করা ছেলেমেয়ের প্রয়োজন। এই প্রয়োজন মেটাতে এগিয়ে এসেছে দীর্ঘ দিনের বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান D.H.C.T.।  এখান থেকে কোর্স করে বহু ছেলেমেয়ে সরকারি ও বেসরকারী স্বাস্থ্য পরিষেবায় কর্মরত। খুবই কম খরচে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পরিচালিত এই সংস্থায় ভরতি  চলছে।  ২০২০২১ সেশনে অনলাইনে অ্যাডমিশনের সুযোগ রয়েছে।

Nursing কোর্সগুলি

G.N.M Nursing, B.Sc. Nursing, M.Sc Nursing

Paramedical কোর্সগুলি

ECG Technician, Lab Technician, Physiotherapy,

Yoga, Dialysis Technician

এছাড়াও থাকছে নিটউত্তীর্ণ ছাত্রছাত্রীদের M.B.B.S Courseএ ভরতির বিশেষ সুযোগ সুবিধা

  • নূন্যতম কোর্স ফী

  • ইনস্টলমেন্টে পেমেন্টের সুবিধা

  • কলকাতায় থিওরি ও প্র‌্যাকটিক্যাল ক্লাস

  • কোর্স শেষে 100% প্লেসমেন্টের সুযোগ

যোগাযোগ

D.H.C.T – Kolkata Branch

S. Dutta

Mobile No. 8910552402

Website : dhct.co.in, Email : dhct5663@gmail.com

Loading

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here