নতুন বছরের শুভেচ্ছায়
কলমে: স্বপ্না মজুমদার
নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে
বলি তোমাদের
ভালো থেকো বন্ধু সকল
ভালো থেকো,সুস্থ থেকো
ভালো থেকো মন থেকে
সারাটি বছর।
যতো ছিল দুঃখ, কিছু ক্ষোভ
অভিমান,
কিছু রাগ, অহংকার
কি হবে বলো মনে গুছিয়ে রেখে
ঝেড়ে ফেলো চৈতি হাওয়ার
তিব্রতায়।
বৈশাখী হাওয়ায় প্রানবন্ত
হয়ে ওঠো,ভালো থেকো
ভালোবাসা, স্নেহের ছোঁয়ায়।
ভালো থেকো প্রিয় ভালোবাসার
মনের মানুষ জন
ভালোবাসায় রঙীন হয়ে
বিছিয়ে দিও ভালোবাসা তোমার
মনের মানুষের মনে।
বহু কথা দিয়েছো হয়তো
পুরাতন বছরগুলোয়,
হয়নি পূরণ,
এবারে নতুন ভাবে দিও
কথা হোক শুধু হৃদয়ের অস্তিত্ব
ভালোবাসায়।
বছর যায় বছর আসে
সময় কমতে থাকে
জীবনের হিসেব কঠিন বন্ধু
জীবনের পরিহাসে।
নতুন বছরে নতুন করে
ভালোবাসার আলিঙ্গনে
সাজিও,এই পৃথিবীকে
সবুজের সমারোহে
হিংসা নয় বিদ্বেষ নয়
একসাথে থেকো
এক জাতি এক প্রানের
আপনত্বে,ভালোবাসার
প্রেমময় বন্ধনে।।
………………………………………………………………………………………………….
-
-
-
-
__________________________________________________________
-
-
-
-
-
-
-
__________________________________________________________
-
-
_______
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-