নিজস্ব লড়াই
দীপ্তি মুখার্জী
Swagot residency Block–A , no 303.
Roy colony more, Donbosco colony., beside Salensia girls college hostel.Siliguri 734008 , Phone : 8617875977
এই যে মেয়ে চললি কোথায়?
আপন-মনে ঘুরছিস রাস্তায় রাস্তায়?
কি হাল তোর এই শরীরে,
পড়লি এবার আমার নজরে !
(মেয়ে) দেখছো কেন ঘুরে ঘুরে ,
বলবো না কিছু রাস্তার উপরে।
রুগ্ন, শুষ্ক ধুলার বেসে, যখন-তখন পুরনো স্মৃতি ভাসে।
মনের মধ্যে আনাগোনা তোলপাড়িয়ে,
জীবন শুরু হয়েছিল এক পতিতালয়ে।
ছিল না কোনো পরিচয় — কে আমার পিতা?
জিজ্ঞেস করলে ও বলতো না আমার মাতা।
আমি যে এক পরিত্যাক্তা মেয়ে,
সকাল-সন্ধ্যায় ভাবছি আর চলছি না খেয়ে।
রোদ-বৃষ্টি মাথার পরে ঢুকবো আমি কার ঘরে?
পরিচয়বিহীন জন্ম আমার—- সবটাই যে শুধু কপালের মার।
কেন এমন জীবন হলো জন্ম না হয় নাইবা হতো ?
আবার ভাবি, ঘুরে দাঁড়াবো, কখনোই করব না মাথা নতো। জীবন যুদ্ধে নামতেই হবে
শুরু করবো এবার লড়াই,
হেরে হেরে জীতলে হবে এই জীবনের প্রধান বড়াই।
চোখের জলে স্নান করেছি,
ধৈর্য নিয়ে জীবন রেখেছি,
সহজসরল জীবনটা কে
বাঁধতে না পারে মরন পাঁকে।
জেতার বসে রেখেছি মন,।
কে হারাবে আমার পণ।
………………………………………………………………………………………………….
-
-
-
-
__________________________________________________________
-
-
-
-
-
-
-
__________________________________________________________
-
-
_______
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-