নিজস্ব প্রতিনিধি: ভারতীয় দলের উইকেট রক্ষক ঋদ্ধিমান সাহাকে মেসেজে হুমকি। সেই ঘটনায় এবার তদন্তে নামল বিসিসিআই। বোর্ডের তরফে ঘটনায় অভিযুক্তকে যথাযথ শাস্তি দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

উল্লেখ্য, কিছুদিন আগে একজন সাংবাদিক সাক্ষাৎকারের জন্য ঋদ্ধিকে জোর করছেন। সাক্ষাৎকার দিতে অস্বীকার করায় ঋদ্ধিকে দেখে নেওয়ারও হুমকিও দেওয়া হয়। যদিও সেই সাংবাদিকের পরিচয় জানা যায়নি। টুইটারে সেই ঘটনা প্রকাশ্যে আসে। তারপরই রবি শাস্ত্রী এই ঘটনায় বোর্ডের হস্তক্ষেপের দাবি তোলেন। তারপরই তদন্তে নামল বোর্ড

 52 total views,  2 views today