নিজস্ব প্রতিনিধি – বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিশ্বব্যাংক যৌথভাবে এক বিবৃতি এ কথা জানায়। করোনা মহামারিতে নিজেদের পকেট থেকে স্বাস্থ্য সংক্রান্ত সকল খরচ বহন করতে হচ্ছে মানুষকে। এতে সার্বজনীন স্বাস্থ্য সেবায়, বিশ্বের প্রায় দুই দশকের অগ্রগতিতে প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিবৃতি অনুসারে, বর্তমান পরিস্থিতি ১৯৩০ সালের পর থেকে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের সূত্রপাত ঘটিয়েছে।
হু-এর মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রিয়াসুস বলেছেন, বিশ্বের প্রতিটি সরকারের এটি নিশ্চিত করা উচিত যে, প্রতিটি নাগরিক যেনো আর্থিক ক্ষতির কথা চিন্তা না করে এবং স্বাস্থ্য সেবার প্রয়োজনীয় সাহায্য পায়।