নিজস্ব প্রতিনিধি – সপ্তাহের শেষে তাপমাত্রা কিছুটা কম থাকলেও জাঁকিয়ে শীত পড়ার কোন সম্ভাবনা নেই জানিয়ে দিল আবহাওয়া দপ্তর।
কারণ আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকায় তাপমাত্রা আবার কিছুটা বাড়তে পারে। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৮ ডিগ্রী সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ডিগ্রি বেশি। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে,আগামী কয়েকদিন কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রী সেলসিয়াস এর আশেপাশে থাকবে।
কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রবিবার পর্যন্ত তাপমাত্রা কমবে। সোমবার আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। যদিও এর প্রভাব রাজ্যে পড়বে না। তবেবায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে পারে। এর জন্য তাপমাত্রা বাড়তে পারে।
54 total views, 2 views today