নিজস্ব প্রতিনিধি – ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের মাউন্ট সিমুরু আগ্নেয়গিরির অগ্নুৎপাতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ২২ জনে পৌঁছেছে। এছাড়া এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন অসংখ্য মানুষ।
গত শনিবার থেকে মাউন্ট সিমুরুতে অগ্নুৎপাত শুরু হয়। আগ্নেয়গিরি থেকে উৎক্ষিপ্ত ছাই ও লাভার স্তর এতোটাই পুরু যে আশেপাশের গ্রামগুলোর এক তলা বাড়ি এর নিচে চাপা পড়ে।
সোমবার পর্যন্ত ২২ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনো নিখোঁজ আছে ২৭ জন। তাছাড়া,বাজে আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা বন্ধ থাকার পর সোমবার পুনরায় তা শুরু করা হয়।
দেশটির আগ্নেয়গিরি এবং ভূতাত্ত্বিক ঝুঁকি প্রশমন কেন্দ্র জানায়, সোমবারও আগ্নেয়গিরি থেকে উদগীরণের হয়েছে। আগ্নেয়গিরিটির এখনো সক্রিয় বলে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে ওই স্থান থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।