শান্তি রায়চৌধুরী: উদ্বেগ বাড়িয়ে করোনা আবহে দেশে ৪২ শতাংশের বেশি বাড়ল দৈনিক মৃত্যু । দৈনিক সংক্রমণ বাড়ল প্রায় ১৯ শতাংশ। একইসঙ্গে বাড়ল সংক্রমণ হারও।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৮২ হাজার ৯৭০ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৪১ জনের।

গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ লক্ষ ৩৮ হাজার ১৮।  অর্থাৎ একলাফে প্রায় ৪৪ হাজার ৯০০ বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩১০। দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ৭৯ লক্ষ ১ হাজার ২৪১ জন।

এখনও পর্যন্ত দেশে করোনায় ৪ লক্ষ ৮৭ হাজার ২০২ জনের মৃত্যু হয়েছে। একদিনে সুস্থ হয়েছেন ১ লক্ষ ৮৮ হাজার ১৫৭ জন। অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৮ লক্ষ ৩১ হাজার।

দৈনিক পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ১৫ দশমিক ১৩ শতাংশ। দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮ হাজার ৯৬১। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৭০ জন। একদিনে ওমিক্রন আক্রান্ত বেড়েছে ০.৭৯ শতাংশ।

এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যগুলিকে আরও সতর্ক হওয়ার কথা জানাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

Loading