নিজস্ব প্রতিনিধি – সব গুঞ্জনকে সত্যি করে এখন আনুষ্ঠানিকভাবে স্বামী-স্ত্রী বলিউড অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ৯ নভেম্বর রাজস্থানের জয়পুরে তারা একে অপরের গলায় মালা পরিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এরপর থেকেই সহকর্মী থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন স্থান থেকে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন নব দম্পতি।
এদিকে, ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করেছে অভিজাত এই বিয়ের বিভিন্ন খরচের হিসাব। জানা গিয়েছে, তারা যে আংটি পরিধান করেন, সেটির মূল্যও।
বিনোদন জগতের জনপ্রিয় ওয়েবসাইট পিঙ্কভিলার এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল তাদের বিয়ের আংটির জন্য টিফানি ব্যান্ড বেছে নেন।
ক্যাটরিনার হাতে ছিল একটি আয়তক্ষেত্রাকার নীল প্ল্যাটিনাম রিং। এটির দাম ৭.৪ লাখ ভারতীয় টাকায়, (৯৮০০ ডলার)। অন্যদিকে, ভিকির আংটির দাম ১ লাখ ২৮ হাজার ৫৮০ টাকা (১৭০০ ডলার)।