শান্তি রায়চৌধুরী  :  নিলামে তোলা হচ্ছে অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানের তিনশ হাঁকানো সেই ঐতিহাসিক ব্যাটটি। ১৯৯৯ সাল থেকে এই ব্যাটটি দ্য ব্র্যাডম্যান মিউজিয়ামে প্রদর্শিত হলেও এবার তা নিলামে ওঠানোর সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্টরা।

 ‘দ্য উইলিয়াম সাইকেস এন্ড সন’এর সেই ব্যাট দিয়ে ১৯৩৪ সালের অ্যাশেজ খেলেছিলেন ব্র্যাডম্যান। সেই সিরিজে তার ব্যাটে আসে ৭৫৮ রান। এর মাঝে হেডিংলিতে ৩০৪ ও দ্য ওভালে ২৪৪ রানের ইনিংসও খেলেন ব্র্যাডম্যান।

জাদুঘরের প্রধান নির্বাহী পরিচালক রিনা হোর বলেছেন, স্যার ডোনাল্ড এটা নিজের হাতেই লিখেছেন যে, তিনি এই ব্যাটের মাধ্যমে ঐতিহাসিক সেই সব ইনিংস খেলেছিলেন। নিঃসন্দেহে এটা অকাট্য এক দলিল!

এর আগেও নিলামে উঠেছিল ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন ক্যাপ। নিলাম অংশ নিয়ে সাড়ে চার লাখ অস্ট্রেলিয়ান ডলারে টুপিটি কিনেছিলেন এক ব্যবসায়ী। সেই টুপিটি অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্তে প্রদর্শন করা হবে বলে জানিয়েছিলেন তিনি।

১৯০৮ সালের ২৭ আগস্ট জন্মগ্রহণ করেন ব্র্যাডম্যান। ১৯২৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তার। ৫২টি টেস্টে মোট ছয় হাজার ৯৯৬ রান করেছিলেন এই অজি কিংবদন্তি। এর মাঝে ২৯টি সেঞ্চুরি ও ১৩টি হাফ সেঞ্চুরি ছিল।

Loading