নিজস্ব প্রতিনিধি – শিল্পপতি রতন টাটাকে সর্বোচ্চ নাগরিক সম্মান প্রদান করল অসম সরকার। চলতি সপ্তাহে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, টাটা ট্রাস্টকে সর্বোচ্চ নাগরিক সম্মান অসম বৈভব প্রদান করা হল। ক্যান্সার চিকিৎসায় রাজ্যে পরিকাঠামো উন্নতির জন্য এই সম্মান জানাল সরকার।
176 total views, 2 views today