নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন। সেখানেই এই প্রশ্নের সম্মুখীন হন পর্দার এই মাস্তানী।
দীপিকা সাক্ষাৎকারে বলেন, ‘আমাকে বিরক্ত করতে ওকে খুব বেশি কিছু করতে হয় না। ও খুব তাড়াতাড়ি খাবার খায়। ওর এই স্বভাবটা আমাকে খুব বিরক্ত করে। আমি দু’গ্রাস খেতে না খেতেই ওর খাওয়া শেষ হয়ে যায়। এছাড়া ও আমাকে খুব বেশি জ্বালায় না।’
২০১৮ সালে গাঁটছড়া বাঁধেন রণবীর সিং এবং দীপিকা পাডুকোন। সঞ্জয় লীলা বনশালির ‘রামলীলা’-র সেটে দু’জনের আলাপ। তারপর সেই আলাপ থেকে বন্ধুত্ব। বন্ধুত্ব থেকেই প্রেম।
বিয়ের পর চার বছর কেটে গেলেও সেই প্রেম এখনও অমলিন। রনবীরের কোন স্বভাব দীপিকাকে এখনও মুগ্ধ করে? সে উত্তরে দীপিকা বলেন, ‘রণবীর খুবই সংবেদনশীল একজন মানুষ। ও সকলের কথা ভাবতে পারে।’
98 total views, 2 views today