শান্তি রায়চৌধুরী: নন্দীগ্রামের বিধায়ক এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে একগুচ্ছ নির্দেশ দিল আদালত। ১৪ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি হবে।

বৃহস্পতিবার আদালতের তরফে জানানো হয়েছে, শুভেন্দু অধিকারীর বাড়ির এলাকা স্পর্শকাতর এলাকার মধ্যে পড়ে। তাই সেখানে কোনওরকম রাজনৈতিক সভা বা মিটিং মিছিলের অনুমতি দেওয়া নিয়ে রাজ্য তার অবস্থান আদালতে জানাবে।

পাশাপাশি রাত ৮টার পর তাঁর বাড়ির এলাকায় কোনওরকম মাইক বাজানো যাবে না। বিচারপতি রাজশেখর মান্থার জানান, সিআরপিএফ এবং রাজ্য পুলিশ আলোচনার ভিত্তিতে সিসিটিভি কোথায় বসানো হবে তা ঠিক করবে।

প্রসঙ্গত, নেতাই দিবসে লালগড়ে ঢুকতে বাধা দেওয়া হয় শুভেন্দু অধিকারীকে। শহিদ দিবসে কেন রাজ্যের বিরোধী দলনেতাকে নেতাইয়ে যেতে বাধা দেওয়া হয়েছিল, তা নিয়ে সরব হন রাজ্যপাল। রাজ্যের কাছে জবাব চান তিনি। জবাব না পেয়ে গতকাল সাতদিনের সময়সীমা বেঁধে কড়া ভাষায় টুইট করেন তিনি। রাজ্যের মুখ্যসচিবের কাছে আগামী সাতদিনের মধ্যে জবাব চাওয়া হয়েছে।

Loading