নিজস্ব প্রতিনিধি – আবার করোনা আক্রান্ত তৃণমূল নেতা ও গায়ক বাবুল সুপ্রিয়। নিজেই ট্যুইট করে জানিয়েছেন সে কথা। এই নিয়ে তৃতীয়বার করোনা আক্রান্ত হলেন বাবুল সুপ্রিয়।

মঙ্গলবার সকালে ট্যুইট করে বাবুল লেখেন, আমার স্ত্রী, আমার বাবা, একাধিক কর্মী করোনা পজিটিভ। কিন্তু আমার মূল চিন্তা হচ্ছে ৬১ হাজার টাকা দামের ককটেল ওষুধ যা প্রবলভাবে আক্রান্ত রোগীদের দেওয়া হচ্ছে। বাবা, বয়স ৮৪, তাঁকে এখনই এই ইঞ্জেকশন দিতে হবে এবং এখনই এটি কিনতেও হবে আমাকে।

কীভাবে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ এটি কিনবে? যেহেতু সম্পূর্ণ টিকাপ্রাপ্তরাও সংক্রমিত হচ্ছেন, তাই টিকা অভিযানের সঙ্গে সঙ্গে সরকারি হাসপাতালেও এই ইঞ্জেকশনটি পাওয়ার ব্যবস্থা সরকারকে করতে হবে। দল টিকাকরণ জরুরি কিন্তু, ককটেল এই মুহূর্তে প্রয়োজনীয়।’ নিজের ট্যুইটে বাবুল ট্যাগ করেছেন মনসুখ মাণ্ডব্য ও অমিত শাহকে।

 20 total views,  2 views today