নিজস্ব প্রতিনিধি – রবিবারই হচ্ছে কলকাতা পুরসভার ভোট।  বুধবার পুরভোট মামলার রায় দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ।

বকেয়া পুরসভার ভোট নিয়ে পরিকল্পনার কথা রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশনকে  ২৩ ডিসেম্বরের মধ্যে জানাতে হবে আদালতে।আর  কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিজেপির যে মামলা করেছিল তার শুনানি হবে আজ।

কলকাতা পুরভোটে স্থগিতাদেশ চেয়ে মামলা করে বিজেপি। সব পুরসভার ভোট একসঙ্গে করার দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হয় একাধিক মামলা। সেইসব মামলা একত্র করে এদিন শুনানি হয় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে।

রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনকে প্রধান বিচারপতি নির্দেশ দেন, ‘যত দ্রুত সম্ভব এবং যত কম দফায় নির্বাচন করতে হবে।’

প্রধান বিচারপতি মনে করিয়ে দেন, সময় মতো মেয়াদ উত্তীর্ণ পুরসভার ভোট করানো রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের সাংবিধানিক দায়িত্বের মধ্যে পড়ে।

কবে বকেয়া পুরসভাগুলির ভোট এবং কীভাবে নির্বাচনের পরিকল্পনা রয়েছে, তা ২৩ ডিসেম্বরের মধ্যে আদালতে জানাতে হবে। আদালতের রায়ের পর আর কোনও অনিশ্চয়তা থাকল না কলকাতা পুরভোটের।

Loading