নিজস্ব প্রতিনিধি – দক্ষিণ দিনাজপুরের আইন শৃঙ্খলার খোঁজ খবর নিতে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ওখানে একটা প্রবলেম আছে। বিএসএফ মাঝে মধ্যে ঢুকে পড়ছে গ্রামে গ্রামে। তাদের অত্যাচারেরও অভিযোগ আসে। এমনকি ভোটের সময় ভোটের লাইনেও তাদের দেখা যায়।
মঙ্গলবার বিকালে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরে এক প্রশাসনিক বৈঠকে এসব কথা বলেন তিনি।
কর্মকর্তাদের উদ্দেশ্য করে মমতা ব্যানার্জি বলেন, তোমরা কি কখনও ওদের ডিজির সঙ্গে কথা বলেছো? এটা ডিজি টু ডিজি কথা বলবে। কতকগুলো জেলা, বিশেষ করে মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। বিএসএফ করে কি, ওদের ১৫ কিলোমিটার আসার কথা।
সেটাও পুলিশকে জানিয়ে। তা না করে ওরা যেখানে সেখানে ঢুকে পড়ে। নাগাল্যান্ডে দেখেছো তো কি প্রবলেম হলো! শীতলকুচিতে দেখেছো!
143 total views, 2 views today