নিজস্ব প্রতিনিধি – রাজ্যের বাসিন্দাদের জন্য জলে-স্থলে প্রমোদের ব্যবস্থা করবে পশ্চিমবঙ্গ পরিবহন নিগম (ডব্লিউবিটিসি)।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকেলে ডব্লিউবিটিসি চেয়ারম্যান মদন মিত্র এ কথা জানান। তিনি ফেয়ারলি প্লেস মিলেনিয়াম পার্ক থেকে বার্জে চড়ে গঙ্গার পার্শ্ববর্তী অঞ্চল পরিদর্শন শেষে এ কথা জানান।
বড়দিনের প্রাক্কালে ছোট-বড় সবার আনন্দদায়ক ক্রুজে চড়ার সুযোগ করে দিচ্ছে পরিবহণ দপ্তর। বড়দিন আসছে সেই কথা মাথায় রেখে আগামী 8 ডিসেম্বর থেকে চালু হচ্ছে এ প্রমোদ ভ্রমণ। কচিকাঁচাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। দীর্ঘদিন লকডাউনে বন্ধ থাকার পর আবার গঙ্গাবক্ষে ক্রুজ চালু হচ্ছে।
পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তর থেকে একাধিক প্রকল্প আছে। সেগুলো বাস্তবায়ন করাই আমাদের একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন মদন মিত্র।
তিনি বলেন, গঙ্গাবক্ষের লাইব্রেরি লকডাউনে বন্ধ ছিল। এখন স্টো আবার চালু হল চালু হলো সাধারণ মানুষের কথা ভেবে। রাজ্যের বাসিন্দাদের জন্য সবমিলিয়ে ৩৯টি প্রকল্প হাতে নিয়েছে পরিবহন দপ্তর।