শান্তি রায়চৌধুরী: চিকিৎসকরা জানিয়েছেন, সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর তিন দিন ধরে ভেন্টিলেশনের বাইরে রয়েছেন।
রবিবার বিকেলে এ খবর জানান মহারাষ্ট্র স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে। করোনায় আক্রান্ত হয়ে গত ৮ই জানুয়ারি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন ৯২ বছর বয়সী কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর। বার্ধক্যজনিত শারীরিক জটিলতার কারণে তাকে সেদিনই নেয়া হয় আইসিইউতে।
মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে জানিয়েছেন, করোনা এবং নিউমোনিয়া থেকে সুস্থ হয়ে উঠেছেন তিনি।
রাজেশ টোপে বলেন, লতা মঙ্গেশকরের চিকিৎসকের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি সুস্থ হয়ে উঠছেন। তিনি ভেন্টিলেটরে ছিলেন, কিন্তু, তিনি এখন আর ভেন্টিলেটরে নেই। শুধু অক্সিজেন দেওয়া হচ্ছে তাকে। তিনি ডাক্তারের সঙ্গে কথাও বলেছেন। এখনও কিছু দুর্বলতা আছে, কিন্তু তিনি এখন অনেক ভালো আছেন এবং চিকিৎসায় সাড়া দিচ্ছেন।
52 total views, 2 views today