শান্তি রায়চৌধুরী: আইএসএলে আপাতত ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলে আট নম্বরে রয়েছে সবুজ-মেরুন। লিগের লাস্টবয় এসসি ইস্টবেঙ্গলের অবস্থা আরও শোচনীয়। ১৩ ম্যাচে জয় মাত্র একটিতে।
আর এই অবস্থায় শনিবার আইএসএলের বড় ম্যাচ। কলকাতা ক্লাসিকোয় মুখোমুখি এটিকে মোহনবাগান-এসসি ইস্টবেঙ্গল। প্রথম পর্বের ম্যাচে মোহনবাগান হারিয়েছিল লাল হলুদকে ৩-০ গোলে। সেই ম্যাচে লাল-হলুদ কে বিধ্বস্ত করে জয় পেয়েছিল এটিকে মোহনবাগান।
এটিকে মোহনবাগানের সেই দাপট কি দ্বিতীয় লেগেও বজায় থাকবে? মোহন সমর্থকদের কিন্তু আশার বাণী শুনিয়েছেন দলের মাঝমাঠের সেরা অস্ত্র হুগো বৌমৌস। এই মিডফিল্ড-জেনারেলের হুঁংকার, বড় ম্যাচ জিতবে এটিকে মোহনবাগানই।
বড় ম্যাচে খেলতে নামার আগে মোহনবাগানের এই মিডফিল্ডার যাই বলুন না কেন লিগ টেবিলে দুদলের অবস্থান ভালো নয়। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তালিকার আট নম্বরে রয়েছে সবুজ-মেরুন। এসসি ইস্টবেঙ্গলের অবস্থা আরও শোচনীয়। ১৩ ম্যাচে জয় মাত্র একটিতে।
লিগের লাস্ট বয় হিসেবে এবার বড় ম্যাচ খেলতে নামবে লাল-হলুদ। দুটি দলই ডার্বির আগে শেষ ম্যাচে জয় পায়নি । শেষ ম্যাচে ওডিশার সঙ্গে যেখানে গোলশূন্য ড্র করেছে হুয়ান ফেরান্দোর ছেলেরা। সেখানে হায়দরাবাদের বিরুদ্ধে চার গোল হজম করে মুখ থুবড়ে পড়েছে মারিরো রিভেরার দল।
তবুও কেরিয়ারে দ্বিতীয় কলকাতা ডার্বিতে নামার আগে ফরাসি মিডফিল্ডারের গলায় আত্মবিশ্বাস। বলেছেন, অন্যবারের চেয়ে এবার পরিস্থিতি আলাদা। ফুটবলের পাশাপাশি আরও অনেক বিষয়ে নজর দিতে হচ্ছে। আশা করছি, দ্রুত নিজেদের জায়গায় ফিরব।
কোভিডের কারণে প্রস্তুতিতে ব্যাঘাত ঘটেছে। তবে ডার্বির গুরুত্ব সবসময় আলাদা। আমরা আত্মবিশ্বাসী এবারও ডার্বি জিতব।