শান্তি রায়চৌধুরী: আগামী ছবির কাজ শুরু করেছেন বলিউডের অন্যতম ‘হার্ট থ্রব’ আয়ুষ্মান খুরানা। ছবির সৌজন্যেই জানুয়ারির শেষে লন্ডনে পাড়ি দিতে চলেছেন তিনি। তাঁর ছবির নাম ‘অ্যান অ্যাকশন হিরো’। মঙ্গলবার প্রযোজকদের তরফে জানানো হয়েছে, শীঘ্রই ছবির কাজ শুরু হবে।
ছবির পরিচালনা করছেন অনিরুদ্ধ আইয়ার। এটিই তাঁর প্রথম ছবি। গত বছর অক্টোবরে এই ছবির কথা ঘোষণা করেন আনন্দ এল. রাই। প্রসঙ্গত, প্রতিবারই নতুন নতুন চরিত্রে আত্মপ্রকাশ করেন অভিনেতা আয়ুষ্মান খুরানা। এবারও তাঁর অন্যথা হবে না। নতুন ধরণের গল্প নিয়ে আবারও পর্দায় দেখা যাবে অভিনেতাকে।
24 total views, 2 views today