শান্তি রায়চৌধুরী: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, এবার থেকে কোভিডে আক্রান্ত হলে ১৪ দিনের জায়গায় কোয়ারান্টিনে থাকতে হবে এক সপ্তাহ। এছাড়া শরীরিক পরিস্থিতি খুব উদ্বেগজনক না হলে হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন নেই। এর পাশাপাশি নির্দেশিকা জানানো হয়েছে –
**সাতদিন আইসোলেশনে থাকার পর আর দ্বিতীয়বার পরীক্ষা করাতে হবে না।
**আক্রান্তদের সংস্পর্শে আসলেও কোভিড টেস্ট করাতে হবে না, হোম আইসোলেশন এবং চিকিৎসকদের পরামর্শ নিলেই চলবে।
**আর তিনদিন জ্বর না এলে এক সপ্তাহের মাথায় আইসোলেশন থেকে বেরোতে পারবেন আক্রান্তরা।